ব্যস্ত এক ডাক্তার বিয়ে করলো এক সাধারণ সুন্দরীকে। বউ এখন তার একজন পুরোদস্তর গৃহিনী।
বিয়ের পর থেকেই বউ চাইত, তার স্বামী তাকে সময় দিক। কিন্তু ব্যস্ততার জন্য স্বামী বেচারা স্ত্রীর সেই সাধ পূরণ করতে প্রথম থেকেই ব্যর্থ। এ জন্য বিয়ের পরের দিন থেকেই বউ তার স্বামীর উপরে অনেক বিরক্ত।
একদিন সকালে হাসপাতালে যাওয়ার আগে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হচ্ছে...
স্ত্রীঃ এই দরজার লক টা না নষ্ট হয়ে গেছে। একটু ঠিক করে দিবা?
স্বামীঃ ক্যান আমারে কি তোমার তালা-চাবির মিস্ত্রি মনে হয়? এখন সময় নাই।
স্ত্রীঃ এই শোন না, টয়লেটের ফ্লাসটা ঠিক মতো কাজ করছে না। একটু ঠিক করে দিবা প্লিজ?
স্বামীঃ ক্যান আমারে কি তোমার প্লাম্বার মিস্ত্রি মনে হয়? এখন সময় নাই।
স্ত্রীঃ এই শোন না, বারান্দায় ২ টা ফুলের টব রাখতে চাচ্ছি।
আমার বাগান করার খুব সখ। এনে দিবা প্লিজ?
স্বামীঃ ক্যান? আমারে কি তোমার মালি মনে হয়? এখন সময় নাই।
এই সব বলে ডাক্তার স্বামী ডিউটি তে চলে গেল ভাব দেখিয়ে। রাতের বেলায় বাসায় ফিরে দেখে বারান্দায় ফুলের টব, দরজায় নতুন লক আর টয়লেটের ফ্লাশটাও ঠিক হয়ে গেছে?
এই দেখে স্বামী বলল, মিস্ত্রি ডাকছিলা নাকি?
স্ত্রীঃ না, বাড়িওয়ালার ছেলে মোকলেস ঠিক করে দিছে। ও বলছে, ভাবি সব করে দিতে পারি।
তবে আমার ২ টা শর্ত আছে।
আমি বললাম কি শর্ত?
মোকলেস বলল, হয় আমাকে চিকেন ফ্রাই খাওয়াতে হবে, অথবা আমার সাথে ডেটিং এ যেতে হবে।
স্বামীঃ তুমি নিশ্চয়ই ওকে চিকেন ফ্রাই খাওয়াইছ?
স্ত্রীঃ ক্যান? আমাকে কি তোমার KFC র ওয়েটার মনে হয়?