তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস আরওজি সিরিজে নতুন একটি গেমিং ল্যাপটপ এনেছে। মডেল আসুস আরওজি জেফ্রাস এম। আসুস দাবি করছে এটিই দুনিয়ার সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ।
ল্যাপটপটিতে আছে অষ্টম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর। ল্যাপটপটিতে অরা সিঙ্ক টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এতে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৭০ গ্রাফিক্স কার্ড রয়েছে।
আসুস আরওজি জেফ্রাস এম মডেলের ল্যাপটপটিতে আইপিএস লেভেল ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এই প্রযুক্তি এই প্রথম কোনো ল্যাপটপে ব্যবহার করা হলো।