নতুন তিনটি মডেলের ল্যাপটপ আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এগুলো হলো স্যামসাং নোটবুক ৩ ১৪ ইঞ্চি, নোটবুক ৩ ১৫.৬ ইঞ্চি এবং নোটবুক ১৫.৬ ইঞ্চি।
হালকা-পাতলা এই ল্যাপটপগুলো স্যামসাংয়ের নোটবুক সিরিজের। এগুলো উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত।
স্যামসাং নোটবুক ৩ ১৪ ইঞ্চির মডেলটিতে আছে ৭২০ পিক্সেলের ডিসপ্লে। এতে ইনটেল অষ্টম প্রজন্মের কোয়াডকোর এবং ইনটেল সপ্তম প্রজন্মের ডুয়েল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
নোটবুক ৩ ১৫.৬ ইঞ্চিতে রয়েছে ১০৮০ পিক্সেলের ফুল এইচডি ডিসপ্লে। ডিভাইসটিতে ইনটেলের অষ্টম প্রজন্মের কোয়াডকোর এবং সপ্তম প্রজন্মের ডুয়েল কোর প্রসেসর সংযোজন করা হয়েছে।
স্যামসাংয়ের ফ্লাগশিপ মডেল নোটবুক ৫ এ রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে ইনটেল অষ্টম প্রজন্মের কোয়াডকোর ইনটেল সপ্তম প্রজন্মের ডুয়েল কোর প্রসেসর রয়েছে।
ল্যাপটপ তিনটির দাম প্রকাশ করেনি স্যামসাং।