হাতিটাই প্লাস্টিকের ছিল!

বন্ধু কৌতুক March 14, 2018 1,712
হাতিটাই প্লাস্টিকের ছিল!

১ম বন্ধু : বল তো, একটা হাতির সামনে ১২টি কলা রাখা হলো, হাতিটা ১১টা খেলো কিন্তু ১টা খেলো না কেন?


২য় বন্ধু : ১টা কলা পচা ছিল।


১ম বন্ধু : না কলাটা প্লাস্টিকের ছিল।


২য় বন্ধু : তুই বল তো, একটা হাতির সামনে ১২টি কলা রাখা হলো, কিন্তু সে একটা কলাও খেলো না কেন?


১ম বন্ধু : ১২টা কলাই প্লাস্টিকের ছিল!


২য় বন্ধু : না হাতিটাই প্লাস্টিকের ছিল!