নতুন নাম্বার নিব

বন্ধু কৌতুক February 27, 2018 3,727
নতুন নাম্বার নিব

এক চালাক মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো ফোন করে তার আরেক বান্ধবী জিজ্ঞেস করছে


বান্ধবী: কিরে! তোর বিয়ের কী কী প্রস্তুতি নিলি!


মেয়ে (পাত্রী) : ফোন ফরমেট করা হয়ে গেছে। ফেসবুক, হোয়াট্স আপ ডি-এক্টিভ করে দিয়েছি। এইতো তোর সাথে কথা শেষ হলে সিমটাও ভেঙ্গে ফেলবো। আর নতুন নাম্বার নিব।