অফিসের সকল কাজের উপযোগী কম্পিউটার মাত্র ১৩ হাজার ৯০০ টাকায় দিচ্ছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড।
অফিস পি-১ মডেলের পিসিতে রয়েছে ইন্টেল কোর টু ডুয়ো ৩ গিগা হার্জের প্রসেসর, ৩২০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি র্যাম, ১৮.৫ ইঞ্চির ডেল কিংবা এলজি মনিটর।
এছাড়াও ২১ হাজার ৯০০ টাকায় কোরআই-৩ ও ৪১ হাজার ৫০০ টাকায় কোরআই-৫ ডেস্কটপ পিসি পাওয়া যাবে।
ঢাকার মধ্যে অফিস ডেলিভারি পাওয়া যাবে এবং সরাসরি অফিসে এসেও ক্রয় করা যাবে। রয়েছে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.systemeye.net এই ঠিকানায়।