মহিলাকে খারাপ ভাবছি

স্বামী-স্ত্রী কৌতুক February 5, 2018 2,374
মহিলাকে খারাপ ভাবছি

একদিন বাসায় স্বামী-স্ত্রী প্রচণ্ড ঝগড়া করার পর-


স্ত্রী : যদি সেদিন মায়ের কথা শুনতাম, আর তোমাকে বিয়ে না করতাম। তাহলে আজ এই কষ্ট সহ্য করতে হতো না।


স্বামী : তার মানে তোমার মা আমাকে বিয়ে করতে নিষেধ করেছিল?


স্ত্রী : তা না হলে আর কি?


স্বামী : হায় আল্লাহ, ওই মহিলাকে আমি এতদিন কত খারাপ ভাবছি। অথচ সে কিনা আমাকে বাঁচানোর চেষ্টা করছিল!