সস্তার ল্যাপটপ আনলো মাইক্রোসফট

কম্পিউটার রিভিউ February 4, 2018 3,677
সস্তার ল্যাপটপ আনলো মাইক্রোসফট

গতবছর মাইক্রোসফট তাদের সারফেস ল্যাপটপ বাজারে আনে। শুরুতে সারফেস বুক টু এবং সারফেস এই দুই মডেলের ল্যাপটপ বাজারে আসে। এবার এই মডেল দুইটির কম দামি ভার্সন বাজারে আনলো।


সস্তার সারফেস ল্যাপটপ দুইটির কনফিগারেশন লোএন্ডের। এজন্য এগুলোর দামও হাতের নাগালে। বর্তমানে ল্যাপটপ দুইটি যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে পাওয়া যাচ্ছে।


মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ ২০১৭ সালের মে মাসে বাজারে আসে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সম্বলিত ল্যাপটপটির মূল্য ছিল ৯৯৯ ডলার। এখন এই মডেলটির চিপার ভার্সনের দাম মাত্র ৭৯৯ ডলার।


সস্তার ভার্সনে আছে ইনটেল কোর এমথ্রি প্রসেসর, ইনটেল এইচডি গ্রাফিক্স ৬১৫, ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি।


অন্যদিকে ৯৯৯ দামের সারফেস ল্যাপটপে আছে ইনটেল কোর আই ফাইভ প্রসেসর, ৪/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি বিল্টইন মেমোরি।


এছাড়াও ১৫৯৯ ডলারের সারফেস ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আই সেভেন প্রসেসর, ৮/১৬ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি বিল্টইন মেমোরি।


এবার আসা যাক সারফেস বুক টুর প্রসঙ্গে। এই ল্যাপটপটি ২০১৭ সালের অক্টোবরে প্রথম বাজারে আসে। ল্যাপটপটি আটটি ভার্সনে পাওয়া যাচ্ছে। এর ভিত্তি মূল্য ১৪৯৯ ডলার। এতে রয়েছে ইনটেল কোর আই ফাইভ প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ইনটেল এইচডি গ্রাফিক্স ৬২০। এই ল্যাপটপটিও এখন চিপার এডিশনে বাজারে এসেছে।