দুই বান্ধবীর মাঝে কথা হচ্ছে-
১ম জন : এই জানিস, কাল যখন আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলাম; তখন আমার মা দেখে ফেলেছেন!
২য় জন : সে কিরে, তোর মা তো অনেক রাগী, তা উনি কী বললেন?
১ম জন : মা এসে আমাকে একটা চড় দিয়ে বলল, দে হারামজাদি বাস ভাড়ার টাকাটা ফেরত দে!