একটা জিনিস বুঝি না

স্বামী-স্ত্রী কৌতুক January 31, 2018 2,636
একটা জিনিস বুঝি না

স্ত্রীর সঙ্গে খুব রোমান্টিক মুডে আছে মন্টুর বাপ। এর প্রধান কারণ, বিনা বাধায় টানা ৩ ঘণ্টা হিন্দি সিরিয়াল দেখার সুযোগ পেয়েছে মন্টুর মা। কোনোভাবে বিরক্ত করা হয়নি তাকে।


মন্টর মা : জানু, একটা জিনিস বুঝি না...


মন্টুর বাপ : তুমি বোঝ না! কোন জিনিসটা?


মন্টুর মা : সিরিয়ালের বেশির ভাগ বউ-ই স্বামীকে একটা কথা বলে : পরজনমে তোমাকেই স্বামী হিসেবে চাই। কেন?


মন্টুর বাপ : বছরের পর বছর ট্রেনিং দিয়া নিজের মনের মতো তৈরি করা কুত্তাকে হারাতে চায় কে, বল?