সদ্য বিবাহিত এক বর বাসর ঘরে ঢোকার আগে তার বন্ধু থেকে পরামর্ষ নিচ্ছে:
বর: দোস্ত ঘরে ঢুইকা প্রথমে বউরে কি বলবো রে ?
বন্ধু : প্রথমে তার প্রশংসা করবি।
বর: যেমন?
বন্ধু: যেমন আবার কি! যেমন ধর বলবি ‘তোমার মত সুন্দরি আমি আর দুইটা দেখি নাই।’
বর : ওহ! ঠিক আছে। আমি তাইলে ভিতরে যাই।
বাসর ঘরের দরজার কাছে গিয়া বর আবার বন্ধুর কাছে ফেরত আসল।
বর: ঐ তার পরে কি বলবো রে ?
বন্ধু : তারপরে বউকে বলবি ‘আই লাভ ইউ।’
বর : খুব নার্ভাস হয়ে ঠিক ঠিক বলছিসতো! আচ্ছা আমি ভেতরে যাই।
কিন্তু সে আবার দরজার কাছে গিয়া বন্ধুর কাছে ফেরত আসল।
বর: বউ উত্তর না দিলে তারপরে কি বলবো রে?
বন্ধু : (রেগে গিয়ে) তখন বলবি ‘তোমাকে পেয়ে আমি অনেক খুশি।’ ওকে! এইবার যাহ!
দরজার কাছে গিয়ে আবার ফিরে এলো বর।
বর: তারপর কি বলবো বউরে?
বন্ধু : (ভিষণ রেগে গিয়ে) তোরে আর কিছু বলতে হবে না। এক কাজ কর তুই থাক। আমি বাসর ঘরে যাই।