১ম বন্ধু: তোকে গাড়ি থেকে নামিয়ে সর্বস্ব লুট করে ডাকাতরা পালিয়ে গেল। অথচ তুই কিনা চেঁচিয়ে লোকও জড়ো করতে পারিসনি?
২য় বন্ধু: কোনো উপায় ছিল না বন্ধু।
১ম বন্ধু: কেন, কী হয়েছিল?
২য় বন্ধু: ওরা আমার টাকা-পয়সাসহ গায়ের জামা-কাপড় সব খুলে নিয়েছিল। আর পাশেই ছিল লেডিস হোস্টেল। বুঝতেই পারছিস।