সকাল সকাল চুনকাম

স্বামী-স্ত্রী কৌতুক January 20, 2018 2,506
সকাল সকাল চুনকাম

বউয়ের অনেক পীড়াপীড়িতে শেষতক আইফোন-টেন কিনে দিতে বাধ্য হলো মন্টুর বাপ। বউ খুশ হয়ে সারারাত ফোন নিয়ে ব্যস্ত, মন্টুর বাপের নাক টেনে ঘুমানোর সুযোগ এলো বহুদিন পর।


কিন্তু সকালে ঘুম ভেঙে তাজ্জব মন্টুর বাপ! দেখলেন, মন্টুর মা খুব মনোযোগে মেকআপ নিচ্ছে।


মন্টুর বাপ: এত সকাল সকাল চুনকাম করতেছো কেন?


মন্টুর মা: বাধ্য হয়েই করতে হচ্ছে...


মন্টুর বাপ: মানে? কোনো কাজে কে তোমারে বাধ্য করতে পারে? এতবড় সাহস কার?


মন্টুর মা: কাল রাতে পাসওয়ার্ড হিসেবে ফেস রিকগনিশন দিয়ে লক করেছিলাম। এখন তো ফোন খুলছে না।


মন্টুর বাপ: কেন?


মন্টুর মা: ফোন আমাকে চিনতেছে না... আমারে চিনতে অস্বীকার করতেছে...


মন্টুর বাপ: মানে যখন ফোন তোমার চেহারা স্ক্যান করছিল তখন তোমার মুখে মেকাপ ছিল। আর এখন মেকআপ নাই বইলা চিনতেছে না!


মন্টুর মা: জীবনের প্রথম বুদ্ধিমানের মতো কথা বলেছো। সাবাস, মন্টুর বাপ!


মন্টুর বা: সাবাস আইফোন! পুরুষ মানুষ যা পারে না, তুই তাই পেরেছিস...