অসুস্থ স্ত্রী ফোনে স্বামীকে: শুনছো! ডাক্তার সাহেব বলেছেন আমার অসুখটা মনে, শরীরে না।
স্বামী: তো?
স্ত্রী: ডাক্তার আরো বলেছেন একমাসের জন্য সুইজারল্যান্ড না হয় অন্তত কাশ্মির ঘুরে আসতে। তাহলেই সুস্থ হয়ে যাবো!
স্বামী: হুম!
স্ত্রী: হুম হুম করছো কেন! এখন আমাদের কী করা উচিৎ?
স্বামী: অন্য ডাক্তারের কাছে যাওয়া উচিৎ...