তোমার লুঙ্গি কই?

স্বামী-স্ত্রী কৌতুক January 11, 2018 3,259
তোমার লুঙ্গি কই?

এক বৃদ্ধ বারে গিয়ে মদ গিলতো। আর মাতাল হয়ে তার গায়ের চাদর হারিয়ে আসতো। তাই তার স্ত্রী খুব বকতো। একদিন বৃদ্ধ ঠিক করলো, আজকে বারে যাওয়ার আগে গায়ের সাথে চাদরটা খুব টাইট করে গিট্টু দিয়ে নেবে। তাহলে আর হারাবে না।


রাতের বেলা খুব করে মদ খেয়ে বৃদ্ধ বাসায় ফিরলো। ঢলতে ঢলতে স্ত্রীকে বলল. . .


বৃদ্ধ : দেখেছো, আজকে গায়ের চাদর ঠিকঠাক আছে।


স্ত্রী : তা ঠিক বলেছো, কিন্তু তোমার লুঙ্গি কই?