১ম বন্ধু: কিরে? তোর হাতে-পায়ে ব্যান্ডেজ ক্যান?
২য় বন্ধু: কোনো দোষ ছাড়াই পাবলিক গণপিটুনি দিছে!
১ম বন্ধু: ক্যান? কী করছিলি?
২য় বন্ধু: দোকান থেকে ছবি ওয়াশ করায়া হাতে নিয়া বাসায় ফিরতেছিলাম। হঠাৎ বাতাসে উইড়া গিয়া পড়লো এক মহিলার পায়ের নিচে।
১য় বন্ধু: তারপর?
২য় বন্ধু: আমি মহিলারে বললাম, শাড়িটা উঠান, ছবি উঠাবো!