নতুন গেমিং ল্যাপটপ আনলো এইচপি

কম্পিউটার রিভিউ November 23, 2017 1,410
নতুন গেমিং ল্যাপটপ আনলো এইচপি

নতুন গেমিং ল্যাপটপ আনলো এইচপি। এটি ওমেন সিরিজের গেমিং ল্যাপটপ। এগুলো হলো- ওমেন ১৫ এবং ওমেন ১৭।


ল্যাপটপ দুইটিতে এনভিডিয়া এ সিরিজের জিটিএক্স গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এতে হাই-রেজুলিউশন ডিসপ্লে সঙ্গে অপশনাল জি সিঙ্ক প্রযুক্তি।


এছাড়াও র‌্যাম এবং স্টোরেজ আপগ্রেড করার জন্য থাকছে সিঙ্গল অ্যাকসেস সার্ভিস প্যানেলও।


এইচপি-র ওমেন পিসি গেমিং ব্র্যান্ডের মধ্যে বেশ উল্লেখযোগ্য নাম। গেমার্সরা সবসময় চান ইনোভেটিভ, শক্তিশালী আর কুল প্রোডাক্ট। ওমেন সে সব কটাই দিচ্ছে। ডিজাইন, ফ্যাক্টর, ইঞ্জিনিয়ারিং বা পারফরম্যান্স, ওমেন দুর্দান্ত। উঁচু লেভেলে দিয়ে কম্পিটিশন হচ্ছে বলে আসুসের পক্ষ থেকে জানানো হয়েছে।


ম্যাসিভ মাল্টিপ্লেয়ার গেমিং-এর জন্য নতুন এই সিরিজে রয়েছে সেভেন জেনারেশনের ইনটেল কোর কোয়াডকো সিপিইউ রয়েছে। তাই এই ল্যাপটপটিতে মাল্টিটাস্কিং করা যাবে। প্রত্যেকটা গেমের এফপিএস ম্যাক্সিমাইজ করার চেষ্টা হয়েছে। ওমেন ল্যাপটপ ঠাণ্ডা রাখার জন্য শক্তিশালী ডুয়াল ফ্যান রয়েছে। ফলে অনেক্ষণ ধরে গেম খেললেও চাপ নেই।


ল্যাপটপতে ড্রাগন রেড ব্যাকলিট কিবোর্ড রয়েছে। আছে তিনটি ব্যাকলাইট অপশন।


সুরেলা শব্দের জন্য ল্যাপটপটিতে এইচপি অডিও বুস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।