খবর পেলাম না

বন্ধু কৌতুক November 19, 2017 1,406
খবর পেলাম না

কীরে শ্যামল, অতো মন খারাপ করে বসে আছিস কেন?


আর বলিস না মিজান, গত সেপ্টেম্বরের শুরুতেই আমার নিঃসন্তান চাচা মারা গেল..


সেজন্য এখনও মন খারাপ?


আরে আগে পুরোটা শুনে নে! চাচা মারা যাওয়ায় ওয়ারিশ হিসেবে তার রেখে যাওয়া ২০ লাখ টাকা, একটা বাড়ি আর দুইটা দোকান পেলাম!


এটা তো খুশির কথা!


খুশির কথা আরও আছে! পরের মাসে মানে গত অক্টোবরের শুরুতেই মারা গেল আমার এক মামা! তিনিও নিঃসন্তান থাকায় তার প্রায় ৫০ লাখ টাকার সহায় সম্পত্তি পেলাম!


শোকের মধ্যেও স্বস্তি আর আনন্দের সংবাদ দুটোই! তারপরও তুই মন খারাপ করে আছিস! কেন?


আজ নভেম্বরের ১৯ তারিখ! মাস প্রায় শেষ- এখনও সেরকম কোনো খবর পেলাম না...