রাতে শুয়ে শুয়ে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হচ্ছে-
স্ত্রী : একটা প্রশ্নের উত্তর দিতে পারবে?
স্বামী : কী প্রশ্ন, বলো।
স্ত্রী : বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী?
স্বামী : স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এতো বড় গাধা নয় যে, সে ভুলেও কারো স্বামী হবে!