শিল্পীঃ কিশোর পলাশ
অ্যালবামঃ একজোড়া
সুরকারঃ রানাশেখ
গীতিকারঃ রানাশেখ
আমার ভাঙ্গা তরী ছেঁড়া পাল
চলবে আর কতকাল
ভাবি শুধু একা বসিয়া…রে দয়াল
এভাবে আর চলবে কতকাল
তরী কিনারায় ভিড়াইয়া
ভাবি শুধু কাঁদিয়া
যাবে কি এমনি দিন ও হাল…রে দয়াল
এভাবে আর চলবে কতকাল ।
জীবন দিলা কাঞ্চা বাঁশের
খাঁচার ই মত
যত্ন নেবার আগেই তাহা
ভাঙ্গে অবিরত, দয়াল।
ধনীরে ধন দিলা
গরীবের তুইলা পিঠের ছাল ।
সুখের পাখি নীড় বাঁধিতে
যায় না সে ভূলে
যত্ন করে নীড় বাঁধে হায়
সূখেরি দূ-কূলে, দয়াল
তেলে চুলে তেল দিলা
বুজলানা জটা চুলের হাল ।