একটা ছিল সোনার কন্যা ~ শ্রাবন মেঘের দিন

বাংলা লিরিক্স April 19, 2016 2,458
একটা ছিল সোনার কন্যা ~ শ্রাবন মেঘের দিন

গানঃ একটা ছিল সোনার কন্যা

শিল্পীঃ সুবীর নন্দী

অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন

সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু

গীতিকারঃ হুমায়ুন আহমেদ


একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ


দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া


তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি


কন্যার ছিল দীঘল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল


কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না


হাত খালি গলা খালি কন্যার নাকে নাকফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল


এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি


সবুজ বরণ লাও ডগায় দুধসাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আনচান করে আমার মন আনচান করে