আন্ডারওয়ার্ল্ডে কাজ করি

বন্ধু কৌতুক October 31, 2017 1,371
আন্ডারওয়ার্ল্ডে কাজ করি

দুই বন্ধুর বহুদিন পর দেখা-


১ম বন্ধু : দোস্ত, কতদিন পর দেখা! তুই এখন কী করিস?


২য় বন্ধু : দোস্ত, আমি তো এখন ‘আন্ডারওয়ার্ল্ডে’ কাজ করি!


১ম বন্ধু : ও! কী কস দোস্ত?


২য় বন্ধু : হ দোস্ত!


১ম বন্ধু : আমার ‘আন্ডারওয়ার্ল্ড’ দেখার খুব শখ! আমারে দেখাবি?


২য় বন্ধু : এই যে দেখ, আমি এই আণ্ডার (ডিম) কোম্পানিতে কাজ করি! আর এই যে ‘আন্ডারওয়ার্ল্ড’!