স্কুলে আসা বন্ধ

বন্ধু কৌতুক October 27, 2017 1,468
স্কুলে আসা বন্ধ

স্কুলে আসা বন্ধ করে দিলি দোস্ত! ঘটনা কী?


এখন থেকে বাবার সব কথা মান্য করতে শুরু করেছি।


তোর বাবা স্কুলে আসতে মানা করলো তোকে?


তা করেনি। কিন্তু বাবা সবসময়েই বলেন- একই স্থানে রোজ রোজ গেলে ইজ্জত থাকে না।


তাই...