অকর্মার ধারী

বন্ধু কৌতুক October 27, 2017 1,804
অকর্মার ধারী

কীরে পল্টু মুখ গোমরা করে রেখেছিস কেন?


কী আর করমু ক? নিজের বাড়ির লোকই যখন মাথা খারাপ কইরা রাখে?


ঘটনা কি খুইলা ক?


বাড়ির বাইরে সময় কাটালে বলে বাউণ্ডুলে-আওয়ারা, আর বাড়িতে থাকলে বলে ঘরকুনো, অকর্মার ধারী...