দুই বন্ধুর কথোপকথন. . .
খোকন : কিরে রোকন, তোর কী হইছে? এমন আউলা লাগতাছে কেন? মারামারি করছোস না কি?
রোকন : আর বলিস না! গতকাল আমাকে দশজনে পিটাইছে।
খোকন : তো, তুই কী করলি?
রোকন : আমি রাগে বললাম, শালারা একটা একটা করিয়া আয়।
খোকন : তারপর?
রোকন : তারপর আবার কী, শালারা একটা একটা করিয়া আইসা আরো দশবার পিটাইছে।