জেনবুক সিরিজের নতুন ভার্সন জেনবুক ৩ ডিলাক্স

কম্পিউটার রিভিউ October 8, 2017 1,288
জেনবুক সিরিজের নতুন ভার্সন জেনবুক ৩ ডিলাক্স

তাইওয়ানিজ ব্র্যান্ড আসুস দেশের বাজারে নিয়ে এলো আসুস জেনবুক সিরিজের নতুন ভার্সন আসুস জেনবুক ৩ ডিলাক্স-ইউএক্স ৪৯০ইউএ।


উইন্ডোজ ১০ চালিত আসুস জেনবুকটিতে রয়েছে ইন্টেল সপ্তম জেনারেশন কোর আই সেভেন প্রোসেসর ১ টেরা বাইট স্টোরেজ ও ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র‌্যাম।


এছাড়াও থাকছে এসআরজিবি ১৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। জেনবুক ৩ ডিলাক্সের ওজন ১১ গ্রাম।


ডাটা ট্রান্সফারের জন্য আছে থান্ডারবোল্ট কানেক্টিভিটি যার স্পিড ৪০ জিবিপিএস। এটি ইউএসবি ৩ থেকে ৮ গুন বেশি দ্রুত। এই ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করায় মাত্র ৪৯ মিনিটেই ৬০% র্পযন্ত র্চাজ করা সম্ভব।


সাউন্ড সিস্টেমে ব্যবহারহয়েছে হারমান কারডন র্সাটিফাইড এফেক্ট।


২ বছরের ওয়ারেন্টিসহ জেনবুক ৩ ডিলাক্সের মুল্য ১,৭৩,০০০ টাকা।