আসুসের নতুন আল্ট্রা স্লিম ল্যাপটপ

কম্পিউটার রিভিউ October 1, 2017 2,345
আসুসের নতুন আল্ট্রা স্লিম ল্যাপটপ

ভিভোবুক সিরিজে নতুন একটি পাতলা ল্যাপটপ আনলো তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। মডেল ভিভোবুক এস১৫। এটি একটি মধ্যম ঘরানার নোটবুক।


ল্যাপটপটিতে আছে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই সেভেন প্রসেসর। এছাড়াও এতে এনভিডিয়া এমএক্স১৫০ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এতে আছে ১৫.৬ ইঞ্চির


ফুল এইচডি ন্যানো এজ ডিসপ্লে। এতে ৭.৮ মিলিমিটারের পাতলা বেজেল ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ৫৯ হাজার ৯৯০ রুপি।


ল্যাপটপটি স্টাইলিশ, স্লিম এবং আল্ট্রা পোর্টেবল। দৈনন্দিন কাজের জন্য এটি উপযুক্ত।


ডিভাইসটিতে আছে ১৬ জিবি ডিডিআর ফোর মেমোরি। এতে ১ টেরাবাইট হার্ড ডিস্ক রয়েছে। এছাড়াও এতে ১২৮ জিবি সলিড স্টেট ড্রাইভ রয়েছে। এতে করে দ্রুত


ল্যাপটপটি চালু হবে। সফটওয়্যার চালু হতেও সময় কম লাগবে।


আসুসের নতুন ল্যাপটপটির নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে করে পাসওয়ার্ড ছাড়াই আঙুলের স্পর্শে ল্যাপটপটি চালু করা যাবে।


আসুস দাবি করছে ল্যাপটপটিতে আট ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। এতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে এরগোনোমিক ব্যাকলিট কি-বোর্ড রয়েছে।