দুই সন্তানের বাবা

স্বামী-স্ত্রী কৌতুক October 1, 2017 2,590
দুই সন্তানের বাবা

পল্টু প্রতিদিন অফিসে যাওয়ার সময় রসিকতা করে তার স্ত্রীকে বলে. . .


পল্টু : বিদায়, ওগো চার সন্তানের মা।


একই কথা প্রতিদিন শুনতে শুনতে বিরক্ত হয়ে একদিন পল্টুর স্ত্রী সত্যটা বলেই ফেলল. . .


স্ত্রী : টা-টা, ওগো দুই সন্তানের বাবা।