ওষুধগুলো এখনি খেয়ে নিন

ডাক্তার ও রোগী September 18, 2017 1,848
ওষুধগুলো এখনি খেয়ে নিন

একজন ভোজনরসিক ভদ্রলোক দাওয়াত খেতে গেলেন। সবার সাথে পাল্লা দিয়ে একটু বেশি খেয়ে ফেললেন। খাওয়া শেষে রীতিমত অসুস্থ হয়ে পড়লেন।


অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে এলেন পরামর্শ নিতে। সব দেখে চিকিৎসক কয়েকটা ট্যাবলেট লিখে দিয়ে বললেন-


চিকিৎসক : এই নিন, ওষুধগুলো এখনি খেয়ে নিন।


ভদ্রলোক : এই ট্যাবলেটগুলো খাওয়ার জায়গা থাকলে কি আর আইসক্রিমটা না খেয়ে আসতাম!