সালাম করে আসো

স্বামী-স্ত্রী কৌতুক September 16, 2017 2,895
সালাম করে আসো

একদিন স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলো। রাস্তায় একটা গাধা ঘাস খাচ্ছিলো। তখন স্ত্রী মজা করে বলল-


স্ত্রী : ওই দেখো, তোমার আত্মীয় ঘাস খাচ্ছে। যাও সালাম করে আসো।


স্বামী : আমার আত্মীয়?


স্ত্রী : হুম, তোমার আত্মীয়।


স্বামী : তাহলে তো যেতেই হয়।


স্ত্রী : যাও যাও, দাঁড়িয়ে আছো কেন?


স্বামী : আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা।