মিন্টু বন্দুক নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। বের হবে কি হবে না বুঝতে পারছে না।
স্ত্রী : কি হলো? দাঁড়িয়ে আছো কেন?
মিন্টু : বাঘ শিকারে যাচ্ছি।
স্ত্রী : হ্যাঁ, তা যাও।
মিন্টু : যাচ্ছি তো।
স্ত্রী : সেই সকাল থেকে দাঁড়িয়ে আছো। এক পা-ও নড়ছো না যে।
মিন্টু : কিভাবে যাবো? বাইরে একটা পাগলা কুকুর দাঁড়িয়ে আছে!