তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচপি এলিট ১০০ সিরিজে নতুন কয়েকটি ল্যাপটপ এনেছে। এর মধ্যে জনপ্রিয় একটি মডেল এলিটবুক এক্স৩৬০ ১০২০ জি ২ কনর্ভাটিবল। ল্যাপটপটি ৩৬০ অ্যাঙ্গেলে কনভার্ট করা যায়।
১৩.৯ মিলিমিটার পুরুত্বের এই ল্যাপটপটিতে আছে ১২.৫ ইঞ্চির ইউএইচডি ৭০০-নিট ডিসপ্লে। এতে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট ও এইচডিএমআই পোর্ট ব্যবহার করা
হয়েছে। ল্যাপটপটির দুইটি অংশ জুড়ে দেয়ার জন্য আছে ৩৬০ ডিগ্রি কব্জা।
ল্যাপটপটিতে পাঁচটি স্পিকার রয়েছে। এটি এইপি অ্যাকটিভ পেন সমর্থন করে। এর কিবোর্ডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সংযোজন করা হয়েছে।
এইচপির নতুন ল্যাপটপটিতে আছে সপ্তম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর। এটি উইন্ডোজ ১০ প্রো অপারেটিং সিস্টেমে চলবে। ডিভাইসটি শক্তপোক্ত। কেননা, এটি এমআইএল-এসটিডি ৮১০ জি পরীক্ষায় উতরে গেছে।
ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্বলিত ল্যাপটপটিতে ফোনের সঙ্গে সিঙ্ক করা যায়। ফলে ফোনে কল কিংবা বার্তা আসলে ল্যাপটপে নোটিফিকেশন পাওয়া যাবে।
ল্যাপটপটির মূল্য ১৩৭৯ ডলার।