দামাদামি করে চুরি

ক্রেতা-বিক্রেতা কৌতুক September 13, 2017 2,746
দামাদামি করে চুরি

বল্টু : এই শার্টটার দাম কত?


দোকানদার : ৭০০ টাকা।


বল্টু : ২০০ টাকায় হবে ভাই?


দোকানদার: কী যে বলেন, না এতে হবে না।


বল্টু : তাহলে ২২০ টাকা রাখবেন?


দোকানদার : না, একদাম ৫০০ টাকায় নিবেন?


বল্টু : না, আমি ৩০০ টাকা দেব।


দোকানদার : শেষ দাম ৪০০ হলে নিয়ে যান।


বল্টু : না ভাই, শেষ দাম ৩৫০ হলে বলেন, নাইলে আমি যাই।

দোকানদার : আচ্ছা নিয়া যান।


বল্টু শার্ট হাতে নিয়ে দিল এক দৌড়। দোকানদার ডেকে বললো-


দোকানদার : কিরে, শার্ট যখন চুরিই করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন?


বল্টু : আরে, দামাদামি না করলে তোমার ৭০০ টাকা লস হতো, এখন ৩৫০ টাকা লস হইছে।