প্যান্টের দাম কত?

ক্রেতা-বিক্রেতা কৌতুক June 9, 2018 2,769
প্যান্টের দাম কত?

বল্টু গেল ঈদের শপিং করতে অথচ পকেটে কোনো পয়সাকড়ি নেই। তবু বল্টু শপিঙ মলে হাটছে আর কাপড়, জুটো, প্যান্ট দেখছে।


হঠাৎ একটা জিন্সের প্যান্ট দেখে বল্টুর খুব ভালো লাগলো। লোভ সামলাতে পারলনা সে।


বল্টু: এই জিন্স প্যান্টের দাম কত?


দোকানদার: ১,০০০ টাকা।


বল্টু: ৩০০ টাকা হবে ভাই?


দোকানদার: কি যে বলেন, না এতে হবে না।


বল্টু: তাহলে ৩২০ টাকা রাখবেন?


দোকানদার: না


একদাম ৭০০ টাকা নিবেন?


বল্টু: না, আমি ৪২০ দিবো


দোকানদার: শেষ দাম ৫০০ হলে নিয়ে যান।


বল্টু: না ভাই, শেষ দাম ৪৫০ হলে বলেন, নাহলে আমি যাই।


দোকানদার: আচ্ছা নিয়া যান।


বল্টু শার্ট হাতে নিয়ে দিল এক দৌড়


দোকানদার: (চিৎকার করে) কিরে, শার্ট যখন চুরিই করবি তাহলে এতক্ষণ দামাদামি করলি কেন?


বল্টু: (দৌড়াতে দৌড়াতে) আরে, দামাদামি না করলে তোমার ১,০০০ টাকা লস হত, এখন ৪৫০ টাকা লস হইছে।