এক দোকানদার বাড়িতে খেতে গেছে। তার ছোট্ট মেয়েটি দোকান পাহারা দিচ্ছে। এমন সময় এক খদ্দের এলো-
খদ্দের : এই যে খুকি, এখানে যে এতো লজেন্স আছে- তোমার খেতে ইচ্ছা করে না?
মেয়ে : খেতে তো ইচ্ছা করে, কিন্তু গুনতিতে কম হলে বাবা বকবে।
খদ্দের : তার মানে তুমি চুরি করে লজেন্স খাওনা তাই তো?
মেয়ে : না খাই, তবে গুনতিতে যাতে কম না হয়, তাই চুষে আবার রেখে দেই।