আবুল মিয়া ফলের দোকানদার। একদিন তার দোকানে এলেন এক অদ্ভুত ক্রেতা. . .
ক্রেতা : আমাকে এক কেজি আপেল দিন তো। প্রতিটা আপেল আলাদা আলাদা প্যাকেটে দেন।
আবুল : এই নিন।
ক্রেতা : হুম, এবার আমাকে এক কেজি আম দিন। এ ক্ষেত্রেও প্রতিটা আম ভিন্ন ভিন্ন ঠোঙায় দেবেন।
আবুল : দিলাম। আর কিছু?
ক্রেতা তখন দেখছিলেন আবুল মিয়ার দোকানে আর কী কী আছে। আবুল দ্রুত দুই হাতে আঙুরগুলো আড়াল করে বললেন. . .
আবুল : ভাই, আমি আঙুর বিক্রি করি না!