পচা আম দুই কেজি

ক্রেতা-বিক্রেতা কৌতুক June 8, 2018 2,800
পচা আম দুই কেজি

মাতাল : দোকানে যতো পচা আম আছে, সব প্যাক করুন।


দোকানদার : সে কী! এতো পচা আম নিয়ে করবেনটা কি!


মাতাল : আপনি সব পচা আম প্যাক করবেন, নাকি অন্য দোকানে যাব?


দোকানদার : সরি, এখনি রেডি করছি। এই নিন, সব পচা আম মিলিয়ে দুই কেজি হয়েছে।


মাতাল : এবার ওই আমগুলো সাইডে রেখে আমাকে বাকি আমগুলো থেকে এক কেজি আম প্যাক করে দিন।