৬৪ জিবি র‌্যামের শক্তিশালী গেমিং ল্যাপটপ

কম্পিউটার রিভিউ September 11, 2017 1,253
৬৪ জিবি র‌্যামের শক্তিশালী গেমিং ল্যাপটপ

নতুন একটি গেমিং ল্যাপটপ এনেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। মডেল আসুস আরওজি জি৭০১। গেমিং সিরিজের এই ল্যাপটপটিতে আছে ১৭.৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে আল্ট্রা হাই-রেজুলেশন পাওয়া যাবে। ল্যাপটপটিতে এনভিডিয়া জিওফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯৯০ রুপি। দুইটি রঙে ল্যাপটপটি পাওয়া যাবে।


ল্যাপটপটি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল সমৃদ্ধ ফোরকে রেজুলেশনের। যা খেল খেলার সময় অনন্য অভিজ্ঞতা দেবে। এর রিফ্রেশ রেট ১২০ গিগাহার্জ। সঙ্গে আছে এনভিডিয়া জি-সিঙ্ক।


এতে সপ্তম প্রজন্মের ইনটেল কোর আই সেভেন প্রসেসর, ৬৪ জিবি ডিডিআর ফোর ২৮০০ মেগাহার্জের র‌্যাম ব্যবহার করা হছে। ল্যাপটপটিতে হাইপারড্রাইভ রেইড জিরো, এনভিমি এবং পিসিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ল্যাপটপটিতে দ্রুত গতির গেমস উপভোগ করা যাবে।


আরওজি সিরিজের এই গেমিং ল্যাপটপটিতে ৮ জিবি জিডিডিআর৫এক্স ভিডিও র‌্যাম ব্যবহার করা হয়েছে। ল্যাপটপটিতে ট্রিনিটি ডিসপ্লের এবং ফোরকে টুকে প্রযুক্তির সংযোজন করা হয়েছে। যার কারণে এতে তিনটি মনিটর ব্যবহার করা যাবে।


ইউইএসবি সি পোর্ট সমৃদ্ধ ল্যাপটপটিতে গেমিং উপযোগী বিশেষ কি-বোর্ড ব্যবহার করা হয়েছে।