আমি তিনটি কপি দিয়েছি

মালিক ও কর্মচারী September 9, 2017 1,556
আমি তিনটি কপি দিয়েছি

অফিসের বস তার সেক্রেটারিকে বললেন দশ মিনিটের একটি বক্তৃতা লিখে দিতে। সেক্রেটারি বক্তৃতা লিখে বসকে দিলেন। কিন্তু পড়তে গিয়ে বক্তৃতা তিরিশ মিনিটেও শেষ হচ্ছে না।


বস রেগেমেগে ডাকলেন সেক্রেটারিকে-


বস : কী ব্যাপার, বক্তৃতা এত বড় কেন?


সেক্রেটারি : স্যার, বক্তৃতা দশ মিনিটেরই আছে। আপনাকে আমি তিনটি কপি দিয়েছি।