বস : কেমন টাইপিস্ট নিয়েছেন? সে সুন্দরী তাতে সন্দেহ নেই। কিন্তু প্রতিটি লাইনে এক গন্ডা ভুল। আপনাকে বলেছিলাম না, টাইপিস্ট নেবার সময় গ্রামারের দিকে নজর রাখবেন?
ম্যানেজার : শুনতে ভুল হয়েছিল স্যার। গ্রামার নয় আমি গ্ল্যামারের দিকে নজর রেখেছিলাম!
ওহ! স্যার আপনি?
অফিসে কাজে গাফিলতির কারণে বড় কর্তা বেশ রেগে আছেন মোকলেসের ওপর।
বড়কর্তা মোকলেসকে ডেকে বললেন সব কাজই নষ্ট করে ফেলেছেন আপনি। এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন?
মোকলেস বড় কর্তার অগ্নিমূর্তি দেখে মাথা নিচু করে জবাব দিল জ্বি না, স্যার।
বড়কর্তা : নিচে কী দেখছেন? আমার দিকে তাকান।
মোকলেস : ওহ! স্যার, আপনি? আপনাকে তো রোজ দেখি।