পিস্তলটা লুকাইয়া রাখছিলাম

মালিক ও কর্মচারী March 4, 2018 5,438
পিস্তলটা লুকাইয়া রাখছিলাম

এক ব্যাংকে ডাকাতি হয়েছে। এরপর ব্যাংক ম্যানেজার বললেন-


ম্যানেজার : টাকা-পয়সা ডাকাতে নিলো কিভাবে? তোমার কাছে পিস্তল ছিলো না।


গার্ড : স্যার, পিস্তলটা নিতে পারে নাই।


ম্যানেজার : কেন?


গার্ড : স্যার, আমি বুদ্ধি কইরা পিস্তলটা আমার মোজার ভেতরে লুকাইয়া রাখছিলাম।