চুল কাটাতে গিয়েছিলাম

মালিক ও কর্মচারী January 28, 2018 4,066
চুল কাটাতে গিয়েছিলাম

বস : কি ব্যাপার! আপনি এতক্ষণ কোথায় ছিলেন ?


স্টাফ : : চুল কাটাতে গিয়েছিলাম


বস : ( একটু রেগে ) কি! আপনি অফিস টাইমএ চুল কাটাতে গিয়েছিলেন?


স্টাফ : তাতে কি হয়েছে ... চুলটাও তো অফিস টাইমএ বড়ো হয়েছিলো


বস : সেটা তো বাড়ি থাকা কালীনও বড়ো হয়েছে


স্টাফ : তাই বলেই তো একেবারেই টাকলু হয়ে যাইনি .. যতোটুকু অফিসে বড়ো হয়েছিলো ততোটুকু কেটেছি!