মূর্খদের কাছে বিক্রি করি না

ক্রেতা-বিক্রেতা কৌতুক September 7, 2017 3,124
মূর্খদের কাছে বিক্রি করি না

মদন : এই টিভিটার দাম কত?


দোকানদার : সরি, আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না।


মদন একমাস পর ক্লিন শেভ আর চুলের স্টাইল করে এলো. . .


মদন : এই টিভিটার দাম কত?


দোকানদার : সরি, আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না।


তারপর মদন একমাস পর এসে বলল. . .


মদন : হোয়াট ইজ দ্য কস্ট অব দিস টিভি?


দোকানদার : সরি, আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি না।


মদন : তোকে কে বলেছে আমি মূর্খ?


দোকানদার : কারণ এটা টিভি না, এটা মাইক্রোওয়েব ওভেন।