আবুলের স্ত্রী বড় রোমান্টিক মুডে জিজ্ঞাসা করলো. . .
স্ত্রী : আচ্ছা, তুমি যদি আমাকে একদিন না দেখতে পাও, তাহলে তোমাকে কেমন লাগবে?
আবুল অতো ঢং সহ্য করতে না পেরে মুখ ফুসকে সত্য কথাটা বলেই ফেললো. . .
আবুল : ভালোই লাগবে।
তারপর আবুল তার বেচারি স্ত্রীকে
শনিবার দেখতে পেল না
রবিবার দেখতে পেল না
সোমবার দেখতে পেল না
মঙ্গলবার দেখতে পেল না
এভাবে দীর্ঘ এক সপ্তাহ পর শুক্রবার আবুল তার স্ত্রীকে একটু একটু করে দেখতে পেল। যখন হাসপাতালের চিকিৎসকরা আবুলের দু’চোখ থেকে সব মরিচের গুড়া বের করতে সক্ষম হয়েছিল।