নতুন মেয়ের নম্বর

বন্ধু কৌতুক August 30, 2017 2,671
নতুন মেয়ের নম্বর

বিকেল বেলা পার্কে বসে দুই বন্ধুর কথোপকথন-


বন্ধু-১ : কিরে বেটা, গতকাল আড্ডায় এলি না ক্যান? নিশ্চয় ডিউটিতে গেছিলি!


বন্ধু-২ : ভালোবাসা দিবস তাই আমার সব জরুরি কাজ ফেলে অনিচ্ছাসত্ত্বেও ওকে নিয়ে ঘুরতে হলো! টাকা বাঁচানোর জন্য কার্ড না কিনে নিজেই বানায়ে নিয়ে গেলাম। কুকুরের মুখে সবসময় হাড্ডি রাখতে হয়, তাই ওকে এটা-ওটা গিফট দিতে গিয়ে আমি এখন পুরাই ফকির।


বন্ধু-১ : ধ্যাত, কী কী খাইলি বল।


বন্ধু-২ : ধুর মিয়া! খাবো কেমনে? ওর খাওয়া দেখে আমার নিজেরই পেট ভরে গেছে! এক মুহূর্তের জন্য মনে হলো, সে ২ মাস ভাত খায়নি। বেটি হেছকাইয়া অর্ডার দিছে আর খাওয়া শুরু করছে। এক বসায় আমার ২ মাসের জমানো টিউশন ফি খেয়ে ফেলছে!


বন্ধু-১ : ব্যাপার না, ধর নতুন মেয়ের নম্বর! পুরাই স্মার্ট, কথা বলে দেখ।


বন্ধু-২ : দোস্ত, আর ইচ্ছা নাই।