স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন, কিছুতেই সমঝোতা হচ্ছে না দুজনে।
স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার ঘর নিয়ে।
মুচকি হাসি দিয়ে স্বামী বললো: আমিও বের হচ্ছি!
বিদ্রুপের হাসি দিয়ে স্ত্রীও বলল: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো!
স্বামী: না, আমি যাচ্ছি গরীব-দুঃখীদের দান-সদকা করতে!
স্ত্রী: কেন! কেন?
স্বামী: মানত করেছিলাম। ফল ফলতে শুরু করেছে। কথা তো রাখতেই হয়...