৫০ বছর হয়ে গেছে

স্বামী-স্ত্রী কৌতুক August 21, 2017 2,223
৫০ বছর হয়ে গেছে

স্ত্রী: একটা কথা তোমাকে জানাতে চাই। আমার খুব অস্বস্তি লাগে ব্যাপারটা নিয়ে...


স্বামী: বল দেখি কী এমন ঘটনা...


স্ত্রী: তুমি আবার রাগ করো না যেন। আমাকে ভুল বুইঝো না, জানু...


স্বামী: আরে কও না কী এমন কথা!


স্ত্রী: আমার বয়স ৫০ বছর হয়ে গেছে। তারপরও তোমার একজন বন্ধু খুব প্রশংসা করে, সুযোগ পেলেই বলে- ভাবী, আপনি যা সুন্দরী না... আপনার হাসি...


স্বামী মোটেই রাগলো না। খুব স্বাভাবিক কণ্ঠে বললো: বুঝছি... ও তো পলাশ। ওর স্বভাবই...


স্ত্রী: হায় আল্লাহ! তুমি চিনে ফেলেছো?


স্বামী: ব্যাটা তো ভাংগারি ব্যবসায়ী, চিনবো না! পুরনো-বাতিল জিনিসপত্রের কদর ওর চেয়ে ভাল কে বোঝে!