আমার দিকে ঘুরে

স্বামী-স্ত্রী কৌতুক August 20, 2017 1,113
আমার দিকে ঘুরে

স্ত্রী : তুমি একটু আমার দিকে ঘুরে শোও না, প্লিজ!


স্বামী : কেন?


স্ত্রী : আমার ভয় ভয় করছে। তুমি সামনে থাকলে শান্তিতে ঘুমাইতাম।


স্বামী : তুমি শুধু তোমার কথাটাই ভাবলে? সেটা করলে যে আমার সারা রাত ভয়ে কাটবে- তা দেখেবে কে?