যৌতুকলোভী স্বামীকে কিছুতেই মানুষ করতে পারছে না স্ত্রী। এর মধ্যে স্ত্রী একটি স্বপ্ন দেখে খুব খুশি। সকালে স্বামীকে বললেন: রাতে স্বপ্নে দেখলাম, তুমি আমার জন্য হীরের হার নিয়ে এসেছে! কী যে আনন্দ লেগেছে...
স্বামী: এখনই ঘুমিয়ে গিয়ে সেই স্বপ্ন আবার দেখার চেষ্টা করো। এবার হারসহ ঘুম থেকে উঠবে, নইলে বাপের বাড়ি থেকে হার নিয়ে আসতে হবে...