দু’টো চাবিই দিয়েছিলাম

মালিক ও কর্মচারী August 8, 2017 1,704
দু’টো চাবিই দিয়েছিলাম

ম্যানেজার : তুমি নাকি আলমারির চাবি আবারও হারিয়েছ?


কেরানি : জ্বি স্যার।


ম্যানেজার : তুমি চাবি হারাও বলেই তোমাকে এবার দু’টো চাবিই দিয়েছিলাম।


কেরানি : দু’টো চাবি হারায়নি স্যার। একটি হারিয়েছে, আরেকটা আমি আগেই বুদ্ধি করে আলমারিতে ঢুকিয়ে রেখেছি।